ডেস্ক রিপোর্ট :
আগামী ৮ ফেব্রুয়ারি বাণিজ্য এবং ১৫ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয় দুটি।
সোমবার বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইতোমধ্যে সরকারপ্রধানের পরিদর্শন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য দুটি মন্ত্রণালয়কে ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে সদয় অভিপ্রায় ব্যক্ত করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ করা হয়।
অন্যদিকে কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply