ডেস্ক রিপোর্ট :
বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে ট্রাকের ধাক্কায় মো. পারভেজ নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে টানেলের আনোয়ারা প্রান্তের এপ্রোচ সড়কের সিকিউরিটি পোস্টের সামনে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ উপজেলার পরৈকোড়া মাহাতা গ্রামের মো: ছৈয়দের সন্তান।
আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ বলেন, টানেল সড়কে ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, পারভেজ এক ছেলে ও এক মেয়ের সন্তানের জনক। তিনি আনোয়ারা কোরিয়ান ইপিজেডের একটি ফ্যাক্টরিতে সিকিউরিটি হিসেবে কর্মরত। ভোরে নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে এঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক ট্রাক পালিয়ে গেছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply