ডেস্ক রিপোর্ট :
মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর এলাকায় মিনি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ছয়জন আহত হন। আজ শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত দুই যাত্রী হলেন মৌলভীবাজার সদর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক আবাস মিয়া (৬৫) এবং একই এলাকার মধু মিয়া (৬০)।
ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, আজ বেলা পৌনে ১টার দিকে মিনি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। অটোরিকশায় চালকসহ মোট আটজন ছিলেন। এ সময় অটোরিকশায় থাকা নারী-শিশুসহ ছয় যাত্রী আহত হন।
আহতরা হচ্ছেন সুমি বেগম (৪০), মেঘনা বেগম (৪২), মিম আক্তার (১৮), ফাহিম (১২), সুমা বেগম (৮) ও তিন বছরের শিশু ফাইজা। তাদের সবার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার হামেরকোনা এলাকায়।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply