মানুষের জন্য কিছু করাকে ইবাদত বলেই মনে করি : সমাজকল্যাণমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানুষের জন্য কিছু করা এটিকে আমি আমার ইবাদত বলেই মনে করি। আজ শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে চাঁদপুর প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটি সমাজকল্যাণমন্ত্রী সঙ্গে এই শুভেচ্ছা ও মতবিনিময় সভার আয়োজন করে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, আত্মনিবেদিত মানুষের সেবায় কাজ করবার সুযোগ পেয়েছি। প্রান্তিক মানুষকে সেবা করে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার সুযোগ রয়েছে।

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, আপনাদের বোন হিসেবে সব সময় পাশে আছি। চাঁদপুরের মানুষের চাওয়াগুলো আমার নিজেরও চাওয়া। কারণ তাদের মূল্যবান ভোটে আমি আজকে নির্বাচিত। তাই সেই মানুষগুলোর জন্য কিছু করা আমার দায়িত্ব ও কর্তব্য। আর এটিকে আমি আমার ইবাদত বলেই মনে করি।

দীপু মনি আরও বলেন, আমি কোনো দিন কারও ব্যক্তিগত সম্মানহানি করার চেষ্টা করিনি। নির্বাচনি প্রচারণায় আমার ১৬ আনা দিয়ে চেষ্টা করেছি। আমার বিশ্বাস ছিল চাঁদপুর-৩ আসনের জনগণ সত্যের পক্ষে রায় দিবে এবং তারা দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যারা নির্বাচনে অংশ গ্রহণ করেছে তাদের জন্যই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি সব সময় চেয়েছি মানুষের সেবা করতে। আমি নিজেকে অনেক বড় কিছু করতে চাইনি।

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এইচ এম আহসান উল্লাহর পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, শহীদ পাটোয়ারী, বি এম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, আল ইমরান শোভন, সাংগঠনিক সম্পাদক কাদের পলাশ, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, কার্যকরী সদস্য ওমর পাটোয়ারী।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *