ডেস্ক রিপোর্ট :
ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের খারাকান্দি এলাকায় সোহাগ পরিবহণের একটি বাসের ধাক্কায় লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহান শাহ্ বলেন, আজ সন্ধ্যার দিকে গোপালগঞ্জের দিক থেকে সোহাগ পরিবহণের একটি বাস ঢাকার দিকে আসার সময় গোপালগঞ্জগামী লেগুনার পেছন দিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনার চার যাত্রী নিহত হন। আর এ সময় আহত হন পাঁচজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বাকি তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, এখনও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply