ডেস্ক রিপোর্ট :
রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিরাজমান সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতার পর থেকে বাংলাদেশের একটি বড় উন্নয়ন সহযোগী।’
আজ বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে তার সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বৈঠক করেন।
পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা উভয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছি। স্বাধীনতার পর গত ৫২ বছরে যুক্তরাষ্ট্র আমাদের অনেক ধরনের সহায়তা দিয়েছে। এজন্য আমি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছি।’
‘মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে কথা হয়েছে’ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আমরা যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছি। বাণিজ্য ক্ষেত্রেও তারা একটি বড় বাণিজ্যের অংশীদার। কাজেই আমাদের পারস্পরিক সম্পর্কে আরও এগিয়ে নিতে হবে।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply