ডেস্ক রিপোর্ট :
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় বাস চাপায় এক বৃদ্ধা নারী পথচারী নিহত হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে ওই উপজেলার কটকস্থল বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম বেবী খাতুন (৮০)। তিনি ওই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা বেবী খাতুন কটকস্থল বাসস্ট্যান্ডে মহাসড়কের একপাশ থেকে আরেক পাশে যাচ্ছিলেন। এ সময় বরিশালগামী একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার পর ওই এলাকায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply