ডেস্ক রিপোর্ট :
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় মধু শীল (৫৩) নামের এক কৃষক নিহত হয়েছেন।
সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর নয়াদিল উত্তরপাড়া রেলপথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মধু শীল গঙ্গাসাগর নয়াদিল উত্তরপাড়া এলাকার মৃত হরি সাধন শীলের ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন খন্দকার জানান, মধু শীল সকালে জমিতে কাজ করার জন্য গঙ্গাসাগর নয়াদিল উত্তরপাড়া রেলপথ পার হচ্ছিলেন। এসময় ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া নেওয়ার পথে তিনি মারা যায়।
তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply