ডেস্ক রিপোর্ট :
সাকিব আল হাসানের যেন ক্লান্তি নেই। বিশ্বকাপ ব্যস্ততা শেষে শুরু হয় জাতীয় নির্বাচনের আমেজ। দীর্ঘ প্রচার-প্রচারণা ও ভোট শেষে সাকিবের নামের পাশে যুক্ত হয়েছে নতুন পরিচয়। তিনি এখন সংসদ সদস্য।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন এমপি নির্বাচিত হওয়ার পর রাতেই মাগুরা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন সাকিব। পরদিন শুরু করে দেন অনুশীলন। যথারীতি আজও অনুশীলনে হাজির বিশ্বসেরা অলরাউন্ডার। তবে, এমপি হওয়ার পরদিন এত অনুশীলনের তাড়া কেন ছিল সেই কারণই জানালেন বাংলাদেশ অধিনায়ক।
কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে গতকাল সোমবার (৮ জানুয়ারি) মিরপুর শেরেবাংলার ইনডোরে অনুশীলন করেন সাকিব। সেটা ছিল ব্যক্তিগত অনুশীলন। নিজেকে কিছুটা ঝালিয়ে নিয়ে আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) তিনি যোগ দেন রংপুর রাইডার্সের অনুশীলনে।
রংপুরের অনুশীলনের এক ফাঁকে গণমাধ্যমকে সাকিব বলেছেন, ‘বিপিএল শুরু হচ্ছে। প্রস্তুতি নিতে হবে। প্রায় আড়াই মাসের মতো হয়েছে মাঠের বাইরে। কোনো ফিটনেসের কাজ করতে পারিনি, স্কিলের কাজ করতে পারিনি। স্বাভাবিকভাবেই তৈরি হওয়ার জন্য সময় লাগবে। এজন্য আর সময় নষ্ট করতে চাইনি।’
চোট কাটিয়ে কতটা উন্নতি হয়েছে সেটাও জানালেন সাকিব, ‘ইনজুরিতে ছিলাম, তাই (খেলাকে) মিস করার চান্স ছিল না। মানে আমি ফিট থাকলেও তো খেলতে পারতাম না। সুতরাং ইনজুরিতে যেহেতু ছিলাম, মিস করার সুযোগ আসেনি। অনুশীলন শুরু করেছি, আরও কিছুদিন সময় লাগবে। ইনজুরিও ছিল আঙুলে, সময় তো লাগবে বোলিংয়ে স্বাভাবিক হতে। তবে উন্নতি হচ্ছে।’
এ ছাড়া বিপিএলে রংপুরের দায়িত্বে তাকে দেখা যাবে কি না এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘এটা তো রংপুর রাইডার্স সিদ্ধান্ত দেবে। তাদের জিজ্ঞেস করলে উত্তর পাবেন। আমার মতামতের ওপর কিছু নির্ভর করে না। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সব সময় মালিকদের ওপর নির্ভর করে তারা কাকে চায়, কীভাবে চায়। সেভাবেই সবকিছু পরিকল্পনা করে।’
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সাকিব খেলবেন রংপুরের হয়ে। এর জন্য শুরু প্রস্তুতি। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে যান সাকিব। এরপর নিজের ব্যাটিং ঝালিয়ে নেন।
এদিকে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের অনুশীলনের ভিডিও প্রকাশ করেছে রংপুর। দেখা যায়, সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে দীর্ঘক্ষণ ব্যাটিং নিয়ে কাজ করেন সাকিব। বোঝাই যাচ্ছে, সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে চান তিনি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply