ডেস্ক রিপোর্ট :
সিলেটে ভোট গ্রহণে অনিয়ম এবং নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন, জাল ভোট প্রদানসহ নানা অভিযোগে সিলেটের ৩টি আসনের ৭ জন প্রার্থী ভোট বর্জন করেছেন। রবিবার বেলা ১টার পর থেকে প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেওয়া শুরু করেন।
ভোট বর্জনকারী প্রার্থীরা হলেন- সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও গণফোরামের প্রার্থী মোকাব্বির খান (উদীয়মান সূর্য), স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরমেয়র মুহিবুর রহমান (ট্রাক), জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী এহিয়া (লাঙ্গল) এবং তৃণমূল বিএনপির মোহাম্মদ আব্দুর রব (সোনালী আঁশ)। ওসমানীনগরের গোয়ালাবাাজারে যৌথভাবে প্রেস ব্রিফিং করে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।
সিলেট-৩ আসনে ভোট বর্জন করেন স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ও জাতীয় পার্টির প্রার্থী মো. সেলিম উদ্দিন এবং সিলেট-৬ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply