১৬ ঘণ্টায় ৬ যানবাহন ও ৯ স্থাপনায় আগুন, মৃত্যু ৪

ডেস্ক রিপোর্ট :
সারা দেশে ৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৬ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত (১৬ ঘণ্টায়) ১৪টি আগুনের ঘটনা ঘটেছে। তার মধ্যে ছয়টি যানবাহন ও নয়টি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে। এরমধ্যে বৌদ্ধ মন্দির এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানটি পুড়ে গেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ছাড়া ট্রেনে পুড়ে যাওয়া আটজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। যাদের সবাই ট্রেনে আগুনে পুড়ে গেছে।

আজ শনিবার (৬ জানুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে দেখা যায়, ঢাকা সিটিতে একটি, ঢাকা বিভাগ চারটি (নারায়ণগঞ্জ ১, গাজীপুর সদর ২, কালিয়াকৈর ১), সিলেট বিভাগে ২ (দক্ষিণ সিলেট, চুনারুঘাট), চট্টগ্রাম বিভাগে চারটি (রামু ১, ফেনী ১, সীতাকুণ্ড ১, চট্টগ্রাম সিটি ১) ময়মনসিংহ বিভাগে তিনটি (নান্দাইল ১, গফরগাঁও ১, শেরপুর ১) ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ট্রেন একটি (চারটি বগি), পিকআপ দুটি, ট্রাক  একটি, কাভার্ড ভ্যান দুটি, বৌদ্ধ মন্দির একটি, শিক্ষা প্রতিষ্ঠান ৮টি পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৩২টি ইউনিট ও ১৫১ জন জনবল কাজ করে।

ফায়ার সার্ভিস থেকে পাওয়া তথ্য

৫ জানুয়ারি

১৮.১৮- পঞ্চবটি মোড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ, ১টি পিকআপে আগুন।

২১.০৫- গোলাপবাগ, গোপীবাগ, ঢাকা, বেনাপোল এক্সপেস ট্রেনে আগুন

৬ জানুয়ারি

রাত ০০.০৫- চুনারুঘাট, হবিগঞ্জ, প্রাথমিক বিদ্যালয়ে আগুন

রাত ১.২৪- গাজীপুর সদর, পূর্ব চন্দনা প্রাথমিক বিদ্যালয়ে আগুন

রাত ২.৪৪- গাজীপুর, টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন

রাত ২.৪৪- সাত মাইল, সিলেট দক্ষিণ, ১ ট্রাকে আগুন

রাত ২.৪৫-  লাতুমিয়া ব্রিজ, লালপুর ফেনী সদর, দুটি কাভার্ড ভ্যানে আগুন

রাত ২.৫০- রামু, বৌদ্ধ মন্দিরে আগুন

রাত ৪.৩৩-গফরগাঁও, প্রাথমিক বিদ্যালয়ে আগুন

ভোর ৫.০০- নিশ্চিন্তপাড়া, চট্টগ্রাম সিটি, প্রাথমিক বিদ্যালয়ে আগুন

ভোর ৫.৫০- মোস্তফা ফিলিং স্টেশনের সামনে, ফকিরহাট, সীতাকুন্ড, ১টি পিকআপে আগুন।

সকাল ৬.৩৪- বাজিতখিলা, শেরপুর, ময়মনসিংহ, প্রাথমিক বিদ্যালয়ে আগুন।

সকাল ৮.০৫-মৌচাক, কালিয়াকৈর, প্রাথমিক বিদ্যালয়ে আগুন

সকাল ৯.১৫- নান্দাইল, ময়মনসিংহ, হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে আগুন

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *