টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক :
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির পক্ষ থেকে এখনও বিশ্বকাপে ড্রয়ের অনুষ্ঠানের পাশাপাশি চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ মাস ছয়েক আগেই জানিয়ে দিল বিশ্বকাপের গ্রুপপর্বে কে কার প্রতিপক্ষ

গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গী আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে দুই জায়ান্ট ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গী নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। ‘সি’ গ্রুপে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাপুয়া নিউগিনি ও আফগানিস্তানের সঙ্গে রয়েছে প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসা উগান্ডা।

আর ‘ডি’ গ্রুপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০ দল। প্রথম রাউন্ডে চার গ্রুপে খেলবে দলগুলো। প্রতি গ্রুপে থাকছে পাঁচটি করে দল। প্রতি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে সুপার এইটে। সেখানে খেলা হবে দুই গ্রুপে। এই দুই গ্রুপের লড়াই থেকে সেরা চার দল যাবে সেমিতে। ২৬ ও ২৭ জুন হবে সেমিফাইনাল।

টেলিগ্রাফের মতে, কে কোন গ্রুপে-

গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র।

গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।

গ্রুপ ‘সি’ : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি

গ্রুপ ‘ডি’ : দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল।

এটিভি বাংলা /  হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *