ডেস্ক রিপোর্ট :
বরিশালের উজিরপুর উপজেলার মূলপাইন গ্রামে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। মৃতের নাম রুনু বেগম (৫৫)। তিনি ওই গ্রামের মোবারক খানের স্ত্রী।
উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, ওই নারী ৪ দিন আগে নিখোঁজ হয়। শুক্রবার সকালে বাড়ির পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ওই নারীর মৃগী রোগ ছিল। মরদেহের সুরতহালের সময় অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ না থাকায় তার মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply