ডেস্ক রিপোর্ট :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার অংশ হিসেবে রংপুরের তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেন তিনি। এরপর তিনি সড়কপথে পীরগঞ্জে যাওয়ার পথে তারাগঞ্জে পথসভায় অংশ নেন।
এদিন তারাগঞ্জ ওয়াকফস্টেট সরকারি কলেজ মাঠে রংপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কামাল মো. আহসানুল হক চৌধুরী ডিউকের পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন শেখ হাসিনা।
এরপর প্রধানমন্ত্রী পীরগঞ্জের লালদীঘি ফতেপুরে শ্বশুরবাড়ি জয়সদনে যাবেন। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হয়ে স্বামী প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন শেখ হাসিনা। পরে বিকেল ৩টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত রংপুর-৬ আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন শেখ হাসিনা।
এদিকে, তারাগঞ্জ থেকে পীরগঞ্জে যাবার পথে মিঠাপুকুরের জায়গীরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমানের নির্বাচনি সভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে তার। সেখানেও সভামঞ্চ তৈরি করাসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দলীয় প্রধানের সাক্ষাৎ পেতে উদগ্রীব রংপুরের নেতাকর্মী-সমর্থকরা। পাঁচ বছর পর পীরগঞ্জে শ্বশুরালয়ে পুত্রবধূর আগমনে গোটা উপজেলায় সাজসাজ রব, চলছে পোস্টারিং ও মাইকিংসহ ব্যাপক প্রচারণা। বঙ্গবন্ধুকন্যাকে একনজর দেখার সঙ্গে জনসভা জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলের নেতাকর্মীরা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply