ডেস্ক রিপোর্ট :
দুই বছরের ছেলে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন মনির হোসেন বাবু। অনুষ্ঠান শেষে বিদায় নিয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজের বাড়ি ফিরছিলেন তিনি। এবারও যাত্রার সঙ্গী মোটরসাইকেল। তবে, এবার আর বাড়িতে ফেরা হলো না মনিরের। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সড়কে প্রাণ গেল তার স্ত্রী ও ছেলের। মনির নিজেও গুরুত্বর আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি।
ঘটনাটি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার। আজ সোমবার (২৫ ডিসেম্বর) রাতে সাড়ে ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে কালীগঞ্জ উপজেলার চাপারতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মনির হোসেন বাবুর স্ত্রী রিনা খাতুন ও তার ছেলে রায়হান হাসান। তাদের বাড়ি উপজেলার মহিষামুড়ি এলাকায়।
পুলিশ জানায়, জেলার পাটগ্রাম থেকে বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল তারা। তাদের যানটি চাপারতল এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মা-ছেলে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় তারা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক আল-আমিন হক বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে গেছে।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply