ডেস্ক রিপোর্ট :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চেয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান। এর মাঝে ভোটারদের মনজয় করতে ব্যাট-বল নিয়ে নেমে পড়েছেন শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে, খেলেছেন জেলার কৃতি ক্রিকেটারদের সঙ্গে। আবার ভোটারদের কারো কারো সেলফিতেও হাসিমুখে ধরা দিচ্ছেন সাকিব।
আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে শহরের সাহাপাড়া কেশবমোড় এলাকার নিজ বাসা থেকে ভোট প্রার্থনায় বেরিয়ে পড়েন প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেওয়া তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
এদিন নতুন বাজার, দোয়ারপাড় এলাকায় নিজের প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের আবেদন করেন সাকিব। এ সময় এলাকাবাসী তার সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাকে নৌকার কোটপিন পরিয়ে দেন। তারা তাকে ফুলের পাপড়ি ছিটিয়ে ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন। দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার সাকিবের ভোটকেন্দ্র পড়েছে। সাকিব এ এলাকার মানুষকে ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। এলাকার শতভাগ ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
আজ সারা দিন মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল কাদিরপাড়া ও দারিয়াপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে সাকিব আল হাসানের।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply