‘ডানকি’কে ক্যারিয়ারের সেরা সিনেমা বললেন শাহরুখ

বিনোদন ডেস্ক :
আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘ডানকি’। সিনেমাটি নির্মাণ করেছেন বলিউডের সফলতম নির্মাতা রাজকুমার হিরানি। হিরানির সঙ্গে প্রথমবার কাজেই বাজিমাত করেছেন কিং খান। তাই ‘ডানকি’কে দিয়েছেন ক্যারিয়ারের সেরা সিনেমার তকমা।

সিনেমাটির মুক্তি উপলক্ষে বরাবরের মতো দুবাইতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন শাহরুখ খান। সেখানে ‘ডানকি’সম্পর্কে জানতে চাওয়া হলে সিনেমার তিনটি উল্লেখযোগ্য বিষয় বলেন শাহরুখ নিজেই। তিনি বলেন, ‘এটা রাজকুমার হিরানি নির্মাণ করেছেন। আমার ক্যারিয়ারের সেরা ছবি। আর মুক্তি পাচ্ছে ২১ ডিসেম্বর।’

অনুষ্ঠানে দুবাইয়ের বিখ্যাত গ্লোবাল ভিলেজে হাজার হাজার দর্শকের সামনে পারফর্ম করেছেন, নিজের ছবির বার্তা পৌঁছে দিয়েছেন শাহরুখ। এসময় বক্তব্যের এক পর্যায়ে বাংলাদেশিসহ দুবাইয়ে বসবাসরত প্রবাসীদের উদ্দেশে কিছু কথা বলেন কিং অব রোম্যান্স।

তিনি বলেন, ‘আমি চাই আপনারা বাবা-মা, বাচ্চা, স্বামী-স্ত্রীসহ পরিবারের সবাইকে নিয়ে প্রেক্ষাগৃহে যান। এই ছবিটিতে অনেক সুন্দর বার্তা আছে। আমি জানি, আপনারা অনেকেই নিজের ঘর ছেড়ে দুবাইকে দ্বিতীয় ঘর বানিয়েছেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকাসহ উপমহাদেশের অনেকেই এখানে আছেন। আপনারা ঘর থেকে দূরে আছেন, কিন্তু এই ঘরকে (দুবাই) আপন করে নিয়েছেন। নিজের ঘরের প্রতি আপনাদের কত ভালোবাসা এবং সেখানে ফেরার কী তীব্র আগ্রহ; আমাদের ছবিটা এরকম অনুভূতির গল্পেই বানানো হয়েছে।’

‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার, জ্যোতি সুভাস প্রমুখ। প্রচারণা ব্যয়সহ সিনেমাটির বাজেট ১২০ কোটি রুপি। সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *