স্পোর্টস ডেস্ক :
পুরো এশিয়া কাপে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তুলির শেষ আঁচড় দিল ফাইনালে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার (১৭ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয় বাংলাদেশ। ব্যাটে-বলে অসাধারণ প্রদর্শনীতে বাংলার যুবারা তুলে নেয় ১৯৫ রানের বিশাল জয়। পায় প্রথমবার এশিয়া কাপ জয়ের স্বাদ। এশিয়ার সেরা হওয়ার পথে একটি ম্যাচেও হারেননি রাব্বি-শিবলিরা। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আসর শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আগে ব্যাট করে শিবলির অনবদ্য সেঞ্চুরিতে ৫০ ওভারে আট উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ২৮২ রান। জবাবে ২৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে আরব আমিরাত গুটিয়ে যায় ৮৭ রানে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply