স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সম্মান জানাতে তার জার্সি নম্বরটি সংরক্ষণ করার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ধোনির ৭ নম্বর জার্সিটি আর কোনো ভারতীয় ক্রিকেটার কখনও পরতে পারবেন না। শচীন টেন্ডুলকারের ১০ নম্বরের পর এবার ধোনির জার্সিরও অবসর।
ভারতীয় ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই ক্রিকেটারদের জানিয়ে দিয়েছে যে, ধোনির জার্সি নম্বর আর কেউ পরতে পারবেন না।
বোর্ডের এক কর্তা বলেন, ‘তরুণ ক্রিকেটার এবং এখন দলে থাকা ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে যে, ধোনির ৭ নম্বর জার্সি পরতে পারবেন না তারা। নতুন ক্রিকেটারেরা এখন থেকে ১০ এবং ৭ নম্বর বাদ দিয়ে অন্য নম্বরের জার্সি পরবেন।’
ধোনি ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। তার পর থেকে যদিও কোনো ভারতীয় ক্রিকেটারই ৭ নম্বর জার্সি পরেননি।
শচীনের ১০ নম্বর জার্সিও তুলে রাখা হয়েছে। তবে শার্দূল ঠাকুর তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে ১০ নম্বর জার্সি পরেছিলেন। কিন্তু সেটার পর এত সমালোচনা হয় যে, বোর্ড তাড়াতাড়ি ওই জার্সিটি তুলে রাখার সিদ্ধান্ত নেয়। ধোনির জার্সির ক্ষেত্রেও এবার একই সিদ্ধান্ত নিল বিসিসিআই।
এই মুহূর্তে ৬০টি নম্বরের জার্সি ক্রিকেটারদের জন্য রয়েছে। বোর্ডের ওই কর্তা বলেন, ‘এই মুহূর্তে ৬০টি নম্বর রয়েছে ভারতীয় ক্রিকেটারদের জন্য। যারা ভারতীয় দলে রয়েছেন, তারা ছাড়াও যে সব ক্রিকেটার ভারতীয় দলে ঢোকার লড়াইয়ে রয়েছেন, তারা ওই ৬০টি নম্বরের থেকে নিজেদের জার্সি নম্বর বেছে নিতে পারবে। যদি কোনো ক্রিকেটার দল থেকে বাদ পড়ে যায়, তা হলেও আমরা তার জার্সি নম্বরটি কাউকে দিয়ে দিই না। অভিষেকের সময় একজন ক্রিকেটারের কাছে প্রায় ৩০টি নম্বর থাকে বেছে নেওয়ার জন্য।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply