ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সবাইকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে জিততে হবে। নির্বাচনে আমরাও প্রতিদ্বন্দ্বিতা করব, শরিকদেরও করতে হবে। প্রতিদ্বন্দ্বিতার কোনো বিকল্প নেই।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপির আন্দোলন ও কর্মসূচির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মানুষকে জিম্মি করে রাজনীতি করে। বিএনপি–জামায়াতের কর্মসূচি মানেই যানবাহনে আগুন, সহিংসতা, গুপ্ত হামলা। সহিংসতা করে, সন্ত্রাস করে নির্বাচন বানচাল করা যাবে না। আমরা আশা করি নির্বাচন কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থা নির্বাচনের বিপক্ষে যেকোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করবে।
সেতুমন্ত্রী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে আছে, তাদের বলা হয়েছে নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে। বলপূর্বক বা ফ্রিস্টাইলের কোনো নির্বাচনের ভূমিকা কেউ নেবে না। প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতামূলক যাকে বলে, যেটা গণতন্ত্রেরই বিষয়। তারা প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা করতে পারবে। সে সুযোগ তাদের দেওয়া হয়েছে। এতে আমাদের শরিকদের কারও কোনো আপত্তি থাকতে পারে, কিন্তু আমি পরিষ্কার বলে দিয়েছি, স্বতন্ত্র প্রার্থীরা থাকবে।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply