দেশজুড়ে র‍্যাবের ৪২২ টহল দল ও ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট :
বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টা অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে র‍্যাবের ৪২২টি টহল দল এবং ১৫২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

আজ মঙ্গলবার সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ও বিজিবির জনসংযোগ শাখার কর্মকর্তা শরীফুল ইসলাম পৃথক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব কর্মকর্তা কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘রাজধানীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) ১৩০টি টহল দলসহ সারা দেশে ৪২২টি টইল দল মোতায়েন রয়েছে।’

র‍্যাবের বার্তায় আরও বলা হয়, ‘দেশের বিভিন্ন স্থানে যাত্রী ও পণ্য পরিবহণে দূরপাল্লার যানবাহনকে র‍্যাব টহলের মাধ্যমে এসকর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে।’

যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাস স্ট্যান্ড, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান কমান্ডার খন্দকার আল মঈন।

এদিকে বিজিবির জনসংযোগ শাখার কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ১৮ প্লাটুনসহ সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।’

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *