গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়াল

ডেস্ক রিপোর্ট :
ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজায় মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে সাড়ে ৪৯ হাজার মানুষ। ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এরপর অক্টোবরের শেষ দিকে স্থল অভিযান শুরু করে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আলজাজিরাকে ফোনে সাক্ষাৎকারে জানিয়েছেন, রবিবার ২৪ ঘণ্টায় ২৯৭ ফিলিস্তিনি মারা গেছেন। আহত হয়েছেন ৫৫০ জন ।

এখনো ইসরায়েলি বোমারু বিমানগুলো নানা স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।

হামাস নির্মূলের নামে গাজায় বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখে ইসরায়েল। গাজা অভিযানে এ পর্যন্ত ইসরায়েলের শতাধিক সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

যদিও হামাস দাবি করছে, গাজায় তাদের হামলায় অনেক ইসরাইলি সেনা নিহত হয়েছে। তাদের দাবি, ইসরাইল হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করছে না।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *