যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে অথচ গাজার ঘটনায় চুপ : রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট :
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সব জায়গায় মানবাধিকার নিয়ে কথা বলে, অথচ গাজার ঘটনায় চুপ কেন? সব ধরনের সংঘাতের স্থায়ী সমাধান এবং নিপীড়িত জনগণের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমি অনুরোধ জানাই।

রাজধানীর ইন্টারকন্টিন্টোলে আজ রোববার (১০ ডিসেম্বর) দুপুরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত আলোচনাসভায় রাষ্ট্রপতি একথা বলেন। আলোচনাসভায় আরও বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।

এবছরের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ‘সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *