মানবাধিকার নিয়ে কথা বলার অধিকার বিএনপির নেই : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতৃত্বে যে সন্ত্রাস-নৈরাজ্য চলছে, এরপর আর মানবাধিকার নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের নেই। তিনি আরও বলেন, বিএনপি পুলিশ বাহিনীর ওপর হামলা চালিয়েছে। আইসিইউর অ্যাম্বুলেন্সসহ হাসপাতালের গাড়ি পুড়িয়ে দিয়েছে। এভাবে তারা তাণ্ডব চালিয়ে যাচ্ছে।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক সমাবেশে আজ শনিবার (৯ ডিসেম্বর) মন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘এখনও বিএনপি-জামায়াত গর্ত থেকে উঁকি দিয়ে অবরোধ-হরতালের নামে মানুষ ও গাড়ি পোড়ানোর কর্মসূচি পরিচালনা করছে। এগুলো সন্ত্রাসী কাজ। মানুষকে জিম্মি করার দেশবিরোধী অপতৎপরতা। সমস্ত শিল্পী সমাজকে ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করতে হবে, মানুষকে জাগাতে হবে। এরা যদি মানবাধিকার নিয়ে বিশৃঙ্খলা করে মানুষ তাদের দাঁতভাঙা জবাব দেবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনে পাখি শিকার করার মতো মানুষ শিকার করা হচ্ছে। সাধারণ মানুষসহ হাজার হাজার নারী ও শিশুকে হত্যা করা হচ্ছে। আর বিশ্ব মোড়লেরা চেয়ে চেয়ে দেখল। এমনকি ইসরায়েলি বাহিনী যাতে ভালোমতো বোমা বর্ষণ করতে পারে সেজন্য বিশেষ বোমা দিয়ে তারা সহায়তাও করছে। তারাই আবার মানবাধিকারের ধোঁয়া তোলে। এরা মানবাধিকার নিয়ে কথা বলার নৈতিক অধিকার হারিয়েছে।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জোটের সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা শাহ আলম মুরাদ, আজীবন সম্মাননাপ্রাপ্ত চলচ্চিত্র শিল্পী রোজিনা, অভিনেত্রী শিমলা প্রমুখ।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *