ডেস্ক রিপোর্ট :
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে একটি বাস। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি রায়পুর দিঘির পাড় এলাকায় আজ শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ৭টার দিকে হওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
আহতের বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশে ছেড়ে আসে মিয়ামী পরিবহণের বাসটি। যানটি দাউদকান্দির রায়পুর দিঘির পাড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক দুজনকে রাজধানীতে পাঠায়।
এদিকে, উদ্ধার তৎপরতা চালানোর জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাংশে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ রয়েছে। দ্রুতই যান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন শাহিনুর ইসলাম। তিনি বলেন, ‘দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply