বিনোদন ডেস্ক :
এই ঝড় বেশ অনুমেয়ই ছিল। ‘অ্যানিমেল’ ট্রেইলারে রণবীর কাপুরের হিংস্র চেহারার অ্যাকশন লুকে মুগ্ধ ভক্ত থেকে সমালোচকরা। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছিলেন আরও একটি ব্লকবাস্টার দিতে চলেছেন রণবীর। সেটাই হতে যাচ্ছে; অনন্ত সিনেমাটির প্রথমদিনের বক্স অফিস রিপোর্ট সেটাই বলছে।
সাকনিল্কের প্রতিবেদন মতে, ‘অ্যানিমেল’ ভারতে ৬১ কোটি রুপি প্রথমদিনে আয় করেছে। যা চলতি বছরের আলোচিত ‘পাঠান’ সিনেমার রেকর্ড ভেঙ্গেছে। ‘পাঠান’কে টপকে চলতি বছরে বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং করেছে রণবীর। যদিও ‘জাওয়ান’ সর্বোচ্চ ওপেনিং শাহরুখ ধরে রাখলেও হারিয়েছে দ্বিতীয় অবস্থান।
বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা দাবি করছেন, প্রথমদিন বিশ্বব্যাপী ‘অ্যানিমেল’ মোট সংগ্রহ ১১০-১১৫ কোটি রুপি। প্রথমদিনে উত্তর আমেরিকায় ২.৫ মিলিয়ন আয় করেছে।
সিনেমাটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় দেখা যাচ্ছে। সিনেমা বাণিজ্য নিয়ে যারা কাজ করেন, ‘অ্যানিমেল’ দেখে তারা নতুন ইতিহাস তৈরির আভাস দেখছিলেন! শুধু বাণিজ্য বিশ্লেষকরাই নন, ‘অ্যানিমেল’ মুক্তির পর ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন সিনেমা সমালোচকদের অনেকে।
‘অ্যানিমেল’ নির্মিত হয়েছে প্রায় ২০০ কোটি রুপি বাজেটে। এতে রণবীর কাপুরের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply