ডেস্ক রিপোর্ট :
রাজধানীর শ্যামলী এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকাল ৩টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। এতে কেউ হতাহত হয়নি।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক শাহজাহান সিকদার।
তিনি জানান, শ্যামলীর সড়ক ও জনপদ মোড়ে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে সেখান থেকে এক পথচারী ফায়ার সার্ভিসে কল করেন। কল পাওয়ার ৬ মিনিটের মধ্যে কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তখন পুলিশ প্রটেকশন ছিল। এরপর উপস্থিত জনতার সহায়তায় অগ্নিনির্বাপণ করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply