1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

বিএনপিকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৫৮ Time View

ডেস্ক রিপোর্ট :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপিকে ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমেই আসতে হবে। আজ শনিবার (২৫ নভেম্বর) রাতে মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় আসা যায় না। কারণ, জ্বালাও পোড়াও করে, মানুষকে হত্যা করে ভোট পাওয়া যায় না। ভোট পেতে হলে উন্নয়ন করতে হয়। মানুষকে দেখাতে হবে, আমি কী কাজ করেছি ও কী উন্নয়ন করেছি। বিএনপি তো মানুষের কাছে ভোট চাচ্ছে না, তাদের তো দে‌খি‌নি মানুষের কাছে ভোট চাইতে। মানুষের প্রতি দরদ থাকলে তারা মানুষের কাছে আসত। তাদের দেখেনি করোনার সময় মানুষের পাশে দাঁড়াতে। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাড়িয়ে ছিলেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা দেখতে চাই—যারা ক্ষমতায় আসবে, ওনাদের নেতা কে? কার কাছে দেব দেশ, কে এই দেশকে দেখাশোনা করবে, কে উন্নয়ন করবে। সেই লোকতো আমরা দেখিনা। আমরাতো অন্ধকারে ঝাপ দিতে পারবো না। আমাদের দেশের মানুষ বোঝে শেখ হাসিনাই সঠিক নেতৃত্ব দি‌তে পার‌বেন। প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উচ্চু দাঁড়িয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি জামায়াতের সময় বলা হয়েছিল মেয়েদের শিক্ষার প্রয়োজন নেই। তারা ঘরে থাকবে। তাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, এই হলো বিএনপি জামাতের নীতি। শুধু তাই নয় তারা দেশকে ভালোবাসে না। স্বাধীনতার সময় তারা বিরোধীতা করেছিল। এখনও দেশের উন্নয়নে তারা বিরোধীতা করছে।’

পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি পৌর মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল সরকার, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু বকর সিদ্দিক তুষার, জেলা মহিলালীগের সভাপতি মৃদুলা রহমান প্রমুখ।

এটিভি বাংলা / হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech