ডেস্ক রিপোর্ট :
সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আগুনে ওই ট্রেনের বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। আগুন লাগার বিষয়টি নাশকতা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। উপবন এক্সপ্রেসের ট্রেনটি রাত সাড়ে ১১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সিলেট রেলওয়ের স্টেশনের স্টেশন মাস্টার নুরুল ইসলাম রাতে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন দেখতে পান ট্রেনের কর্মীরা। এরপর ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। বগিটির ভেতরে বেশ কয়েকটি আসন পুড়ে গেছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply