বগুড়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় আহসান হাবিব (৪৫) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিএনজিতে যাত্রী না থাকায় আর কেউ হতাহত হয়নি।

নিহত সিএনজি চালক শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে নন্দীগ্রাম থেকে সিএনজি নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন চালক আহসান হাবিব। পথে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় সিএনজি দুমড়েমুচড়ে যায়। এতে সিএনজিচালক গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত সিএনজি চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্বাস আলী জানান, অজ্ঞাত ট্রাকের ধাক্কায় সিএনজি চালক আহসান হাবিব মারা যান।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *