বুধবার ভোরে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক :
আগামীকাল বুধবার ভোর সাড়ে ছয়টায় মারাকানায় স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সেলেসাওদের মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা।

৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে আর্জেন্টিনা। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে ব্রাজিল।

সর্বশেষ তিন ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়া ব্রাজিল ভীষণ চাপে থেকেই বুধবার আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে। এই ম্যাচে সেলেসাওরা পাচ্ছে না ক্যাসেমিরো, ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমারকে।

ফিফা র‍্যাংকিংয়ের এক নম্বর দল আর্জেন্টিনা ও তিন নম্বরে আছে ব্রাজিল।

এখন পর্যন্ত ১১০টি অফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। এর মধ্যে ব্রাজিল ৪৩টি ও আর্জেন্টিনা ৪১টি জিতেছে, ড্র হয় ২৬টি ম্যাচ। বিশ্বকাপের মঞ্চে দেখা হয়েছে মোট চারবার, যার মধ্যে ব্রাজিল দুটিতে ও আর্জেন্টিনা একটিতে জিতেছে। সর্বশেষ দশবারের মোকাবেলায় দুই দল সমান চারটি করে জয় পেয়েছে, ড্র হয় দুটি ম্যাচ।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *