স্পোর্টস ডেস্ক :
৬৩ বলে প্যাট কামিন্সের শিকার হয়ে সাজঘরে ফিরলেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। ফলে দেড়শ’ রানের ঘর পেরোনোর আগেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে রোহিত শর্মার দল।
৮১ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতের হাল ধরেছিলেন কোহলি। লোকেশ রাহুলকে সাথে নিয়ে তিনি চাপ খানিকটা সামলে নিয়েছেন। রাহুলকে নিয়ে ১০৯ বলে ৬৭ রানে ধীর জুটি গড়েন তিনি।
গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হয়ে ৩১ বলে ৪৭ রান করে সাজঘরে ফিরেছিলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। তার ব্যাটে ভর করেই প্রথম পাঁচ ওভারেই ৫০ রান তুলেছে ভারত। আগ্রাসী রোহিতের ব্যাটেই এসেছে অধিকাংশ রান। টস হেরে ব্যাট করতে দারুণ শুরু করেন ভারতীয় অধিনায়ক।
৯.৫ ওভারে রোহিতকে হারানোর সময় ভারতের স্কোর কার্ডে জমা হয়েছে ৭৬ রান। এরপর ফিরেছিলেন শ্রেয়াস আইয়ার।
আরেক ওপেনার শুভমান গিল অবশ্য সুবিধা করতে পারেননি। ৭ বলে ৪ রান করে সাজঘরে ফিরেছেন গিল।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply