স্পোর্টস ডেস্ক :
২০ বছর পর ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে রোহিত শর্মারা। অন্য দিকে টানা আটটি ম্যাচ জিতে ট্রফির লড়াইয়ে প্যাট কামিন্সের দল। দুই দলের জন্যই থাকছে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার। বিশ্বকাপের জন্য আইসিসি মোট ১ কোটি ডলার আর্থিক পুরস্কার ঘোষণা দিয়েছে।
এখনও পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত ভারত। রাউন্ড লিগ পর্বের সব ম্যাচ জেতার পর পর সেমিফাইনালেও জয় এসেছে। বিশ্বকাপে লিগ পর্বে একটি ম্যাচ জেতার জন্য আইসিসি দিয়েছে ৪০ হাজার ডলার। ভারত লিগ পর্বে ন’টি ম্যাচেই জয় পেয়েছে। তাই রোহিত, কোহলিরা পাবেন ৩ লাখ ৬০ হাজার ডলার। বিশ্বকাপ জয়ী দলকে দেওয়া হবে ৪০ লাখ ডলার। রানার্সআপরা পাবেন ২০ লাখ ডলার।
সেমিফাইনালের পরাজিত দু’দল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৮ লাখ ডলার।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply