স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে গত ৫ অক্টোবর শুরু হয় বিশ্বকাপ। ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে গতকাল রোববার (১২ নভেম্বর) শেষ হয়েছে গ্রুপ পর্ব। ১০ দলের আসরে সেমি ফাইনালে উঠেছে চার দল। সেই চার দলকে নিয়ে আগামী বুধবার (১৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ফাইনালের জন্য লড়াই।
সূচি অনুযায়ী প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের প্রথম ও চতুর্থ দল। সে হিসেবে আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শীর্ষ দল ভারত মোকাবিলা করবে নিউজিল্যান্ডকে। গ্রুপ পর্বে ৯ ম্যাচের প্রতিটি জিতেছে ভারত। পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। এদিকে নিউজিল্যান্ডের শুরুটা হয়েছিল দুর্দান্ত। টানা চার ম্যাচ জয়ের পর ছেদ পড়ে ধারায়। টানা চার ম্যাচ হারের পর শেষ ম্যাচ জেতে কিউইরা। ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে থেকে নিশ্চিত করে সেমি ফাইনাল।
দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় দল। সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে তালিকার দুই নম্বরে। সমান ১৪ পয়েন্ট অস্ট্রেলিয়ারও। প্রথম দুটিতে হারের পর জিতেছে টানা সাত ম্যাচ। নেট রান রেটে পিছিয়ে থাকায় অসিরা আছে তিন নম্বরে। আগামী ১৬ নভেম্বর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply