স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপে বাংলাদেশের অধ্যায় শেষ। ব্যর্থতার পাল্লা ভারী করে দেশেও ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৈশ্বিক এই আসরে বাংলাদেশের অর্জন নেমেছে শূন্যের কাছে। তবে, বাইশ গজে অর্জন না থাকলেও আইসিসি ঘোষিত আর্থিক প্রাপ্তি থাকছে তাদের। বিশ্বকাপ থেকে কত টাকা পাচ্ছে বাংলাদেশ, জেনে নেওয়া যাক এবার।
আইসিসির ঘোষণা অনুযায়ী, এবারে বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচগুলোতে শুধু অংশগ্রহণের জন্য প্রতিটি দল পাচ্ছে এক লাখ মার্কিন ডলার। সেই সঙ্গে প্রথম পর্বে প্রতিটি জয়ের জন্য রয়েছে ৪০ হাজার মার্কিন ডলার।
সেই হিসেবে বিশ্বকাপে বাংলাদেশ প্রথম পর্বে ৯টি ম্যাচে অংশ নিয়ে পাবে এক লাখ ডলার। এই ৯ ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে দুটিতে। একটি আফগানিস্তানের বিপক্ষে, আরেকটি শ্রীলঙ্কার বিপক্ষে। ঘোষণা মতে, এই দুই জয়ের জন্য বাংলাদেশ পাচ্ছে আরও ৮০ হাজার ডলার।
সবমিলিয়ে, চলতি বিশ্বকাপ থেকে বাংলাদেশের আর্থিক প্রাপ্তি এক লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দুই কোটি টাকা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply