ডেস্ক রিপোর্ট :
বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট প্রায় নিশ্চিত। ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া নিশ্চিত। গতকাল শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষ চারে এক পা দিয়ে রেখেছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে কলকাতায় সেমিফাইনাল খেলতে ৩০০ রানের ওপর ব্যবধানে হারাতে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। কাজটি কঠিন হবে বাবর আজম, ফখর জামানদের। চার সেমিফাইনালিস্ট প্রায় নিশ্চিত। ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শীর্ষ চার দল খেলবে। পাকিস্তান খেলবে স্বাগতিক হিসেবে। আফগানিস্তানও খেলবে ৪ জয়ে। বাকি দুই দলের লড়াইয়ে টিকে আছে চার দল- ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। চার দলেরই পয়েন্ট ২ জয়ে ৪ পয়েন্ট। আগামীকাল নিশ্চিত হবে কোন দুই দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে।
পাকিস্তানের বিরুদ্ধে যদি জিতে যায় ইংল্যান্ড, তাহলে তিন জয়ে চলে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারালে আর কোনো সমীকরণের প্রয়োজন হবে না বাংলাদেশের। তিন জয়ে চলে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যদি নেদারল্যান্ডস হারায় স্বাগতিক ভারতকে, তখন রানরেটের সমীকরণ চলে আসবে। যদি বাংলাদেশ হেরে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে, তাহলেও সম্ভাবনা থাকবে। এজন্য ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারতে হবে। তখন সব দলের পয়েন্ট হবে ৪। রান রেট বিবেচনায় আসবে। বাংলাদেশকে হারতে হবে ১০০ রানের কম ব্যবধানে। ইংল্যান্ডের রানরেট -০.৮৮৫। বাংলাদেশের রানরেট- ১.১৪২। নেদারল্যান্ডসের রানরেট -১.৬৩৫। নিউজিল্যান্ড ম্যাচের আগে পর্যন্ত শ্রীলঙ্কার রান রেট-১.১৬০.
চাপমুক্ত ক্রিকেট খেললে অস্ট্রেলিয়াকে হারাবে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় হয়তো কয়েকজনকে বিশ্রাম দেবে তারা। সুযোগটাকে কাজে লাগাতে হবে।
মোহাম্মদ আশরাফুল
সাবেক অধিনায়ক, বাংলাদেশ
অস্ট্রেলিয়া ম্যাচের আগে গতকাল প্রথমবারের মতো আনন্দ মুখরিত পরিবেশে অনুশীলন করেছেন টাইগাররা। পুণে শহরের সেন্টার পয়েন্টের হোটেল জে ম্যারিয়ট থেকে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। গতকাল দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুশীলন করেছেন নাজমুল শান্তরা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সাকিব আল হাসানকে ছাড়া খেলবে বাংলাদেশ। দলকে চলতি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো নেতৃত্ব দেবেন নাজমুল শান্ত। চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবেন এনামুল হক বিজয়। তিনি এসেছেন সাকিবের বদলি হয়ে। গতকাল সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস। ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন।
২০০৫ সাল ছাড়া কোনো ম্যাচে অস্ট্রেলিয়াকে হারায়নি বাংলাদেশ। ওই জয়ের নায়ক মোহাম্মদ আশরাফুল বিশ্বকাপে স্পেশালিস্ট হিসেবে এসেছেন। আগামীকালের ম্যাচ নিয়ে আশাবাদী সাবেক অধিনায়ক, ‘চাপমুক্ত ক্রিকেট খেললে অস্ট্রেলিয়াকে হারাবে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় হয়তো কয়েকজনকে বিশ্রাম দেবে তারা। সুযোগটাকে কাজে লাগাতে হবে।’ বিশ্বকাপে দুই দল চারবার খেলেছে। ২০১৫ সালে ভেসে গিয়েছিল বৃষ্টিতে। বাকি তিন ম্যাচ হেরেছে বাংলাদেশ।|
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply