স্পোর্টস ডেস্ক :
এক গা হিম করা খবর জানা গেল। অল্পের জন্য অপহরণের হাত থেকে বাঁচলেন নেইমারের প্রেমিকা ব্রুনা বিয়ানকার্ডি ও তার সদ্যোজাত মেয়ে।
এক মাস আগেই মেয়ের বাবা হয়েছিলেন ব্রাজিল ও সৌদি ক্লাব আল হিলালের স্ট্রাইকার নেইমার।
তবে সাও পাওলোর সেই বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলার সময় ব্রুনার বাড়িতে হামলার সময় ছিলেন তার মা-বাবা। নেইমারের মেয়ে এবং ব্রুনা সেখানে ছিলেন না। কিন্তু অস্ত্রধারী দুষ্কৃতকারীরা নেইমারের প্রেমিকা ও মেয়েকে খোঁজাখুঁজি করেন। ব্রুনাদের না পেয়ে লুটপাট চালায় তারা। যদিও ব্রুনার মা-বাবাকে কোনো আঘাত করেনি দুষ্কৃতকারীরা। খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে।
সিসিটিভির ফুটেজে দেখা দুষ্কৃতকারীদের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে। তারা ওই বাড়ি থেকে ঘড়ি, গহনা এবং বেশ কিছু ব্যাগ নিয়ে পালিয়েছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply