জীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, দুই বাসে আগুন

ডেস্ক রিপোর্ট :
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ফের বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল থেকেই নগরীর কোনাবাড়ীতে ঢাকা-টাঈাইল মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তারা। পরে পুলিশ এসে তাদের হটিয়ে দিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা আজমেরী পরিবহণের দুটি বাসে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা রক্ষায় মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন রয়েছে। অব্যাহত রয়েছে বিজিবি টহল।

বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গার্মেন্টস শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ও বিজিবি বাধা দেয়। পরে তারা পিছু হটে যায়। তারা যেন মহাসড়ক অবরোধ করতে না পারে সে জন্য পর্যাপ্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *