স্পোর্টস ডেস্ক :
৬৫ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফিরেছেন সাকিব আল হাসান। তাকে সঙ্গ দেওয়া নাজমুল হোসেন শান্তও কিছুক্ষণ পর ফেরেন ১০১ বলে ৯০ রানের ইনিংস খেলে।
সাকিব-শান্ত দুজনেই শতকের আশা জাগিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত স্নায়ু চাপ সামলাতে পারেননি। সাকিব-শান্তর ১৬৯ রানের জুটিতে ম্যাচ অনেকটা টাইগারদের দিকে ঝুঁকে পড়েছে।
শুরুতে তানজিদ হাসান ও লিটন কুমার দাসকে হারিয়ে খাবি খাওয়া বাংলাদেশ বেশ ভালোভাবেই টেনে তুলেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান ও তিনে খেলতে নামা নাজমুল হোসেন শান্ত।
টানা ছয় ম্যাচে হারের পর নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে দিল্লিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। টাইগার কাপ্তানের ডাকে সাড়া দিয়ে ব্যাট করতে নেমে বেশ ভালোই করেছে শ্রীলঙ্কা। চারিথ আসালাঙ্কা দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৮০ রানের টার্গেট দিয়েছে লঙ্কানরা। |
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply