বনশ্রীতে বাসে আগুন

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর খিলগাঁও থানার বনশ্রীর মেরাদিয়ায় বাঁশপট্টি এলাকায় অছিম পরিবহনে দুর্বৃত্তদের দেয়া আগুনে মো. সবুজ মিয়া  (৩০) নামের এক বাসযাত্রী দগ্ধ হয়েছেন।

আজ রবিবার সকাল সোয়া ৭ টার দিকে এ ঘটনা  ঘটে।

গুরতর আহত অবস্থায় সবুজকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানিয়েছেন, সবুজের অবস্থা আশঙ্জকানক। তার শরীরের শ্বাসনালী ক্ষতিগ্রস্তসহ ২৮% শতাংশ দগ্ধ হয়েছে।

তার স্ত্রী রুশেদা জানিয়েছেন, সবুজ পরিবহন শ্রমিক। তিনি রমজান পরিবহনের বাসের চালক।  মেরুলবাড্ডায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন।তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার গোদারিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

তার বাসটি মেরাদিয়া রাস্তার পাশে ছিল। তার বাসের কাছে যাওয়ার উদ্দেশে তিনি সকালে বাসা থেকে বের হয়ে বাসে করে মেরাদিয়া বাঁশপট্টি গিয়ে নামার আগ মুহূর্তে বাসটিতে আগুন দেওয়া হয়। সেই আগুনে তিনি দগ্ধ হন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সবুজ দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছেন

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *