লেবাননে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক:
হেলিকপ্টার ব্যবহার করে এবার লেবাননের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে তারা এই তথ্য জানিয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে নিয়োজিত জাতিসংঘের বিশেষ বাহিনী জানিয়েছে, তারা আল বুস্তান এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শনাক্ত করেছে।

এর আগে শনিবার হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের সীমান্ত এলাকায় কামান ও গাইডেড (নির্দেশিত) ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

লেবাননের এই সংগঠন এক বিবৃতিতে জানায়, ‘ইসরায়েল অধিকৃত লেবাননের শেবা খামারের তিন অবস্থানে আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। এই হামলায় বিপুল পরিমাণ কামানের গোলা ও গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।’

তারা আরও জানায়, হিজবুল্লাহ শনিবার ফিলিস্তিনি সংগঠন হামাসের ইসরায়েলের বিরুদ্ধে আকাশ, সমুদ্র ও স্থলপথে হামলার সঙ্গে ‘একাত্মতা’ ঘোষণা করছে।

সেরা টিভি/আইশা


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *