স্পোর্টস ডেস্ক :
৯০ মিলিয়ন ইউরোতে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে দলে ভিড়িয়েছে সৌদি ক্লাব আল হিলাল। মাত্র ৩১ বছর বয়সে ইউরোপ ছেড়ে কেন সৌদিতে পাড়ি জমালেন নেইমার, তা নিয়েও আছে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া। অবশেষে আল হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেই সৌদি পাড়ি জমানোর কারণ জানালেন নেইমার।
মঙ্গলবার (১৫ আগস্ট) আল হিলালের ভেরিফায়েড ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে নেইমার আল হিলালের যোগ দেওয়ার কারণ জানিয়ে বলেন, ‘ইউরোপে অনেক কিছু অর্জন করেছি, দারুণ কিছু মুহূর্ত উপভোগ করেছি। কিন্তু আমি সব সময়ই একজন বৈশ্বিক খেলোয়াড় হতে চেয়েছি, নতুন সুযোগ ও চ্যালেঞ্জের সামনে নিজেকে পরীক্ষা করতে চেয়েছি। আমি ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস লেখার জন্যই সৌদিতে যাচ্ছি। সৌদি প্রো লিগ কম শক্তিশালী নয়, আর সেখানে অনেক দারুণ ফুটবলাররা খেলছেন।’
নেইমারকে পেয়ে উচ্ছ্বসিত আল হিলাল জানিয়েছে, ‘নেইমার বৈশ্বিক তারকা, সে যেখানেই খেলেছে, সেখানেই সমর্থকদের মুখে হাসি এনে দিয়েছে। তাঁর দিকেই সবাই তাকিয়ে থাকে এবং সে সব সময় এর রেসপন্সও করেছে। আমরা তাঁকে পেয়ে আনন্দিত। আশা করি, সে আমাদের দুর্দান্ত ফুটবল উপহার দিবে।’
এদিকে, নেইমারের বিদায়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পিএসজির চেয়ারম্যান নাসের আলখেলাইফি বলেছেন, ‘নেইমার বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তাঁর মতো অসাধারণ একজন খেলোয়াড়কে বিদায় জানানো কঠিন। যেদিন সে পিএসজিতে এসেছিল, গত ছয় বছরে আমাদের ক্লাব, আমাদের প্রকল্পে তার যে অবদান, তা কখনোই ভুলব না।’
২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি ২২ কোটি ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার। তবে ছয় বছরে ক্লাবের প্রত্যাশা তিনি পূরণ করতে পারেননি। পিএসজির জার্সিতে ১৭৩ ম্যাচ খেলেছেন নেইমার। ৭৭ অ্যাসিস্টের পাশাপাশি করেছেন ১১৮ গোল।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply