স্পোর্টস ডেস্ক :
২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড মূল্যে নেইমারকে দলে ভিড়েয়েছিল ফরাসি ক্লাব পিএসজি। নেইমারের কাছে ক্লাবটির প্রত্যাশাও ছিল আকাশচুম্বী। তবে, সেই প্রত্যাশা ও প্রাপ্তির মেলবন্ধন না হওয়ায় শেষমেশ পিএসজি ছেড়ে দেয় নেইমার। ব্রাজিলের সুপারস্টারের নতুন গন্তব্য সৌদি ক্লাব আল হিলাল। কেমন ছিল পিএসজিতে নেইমার অধ্যায়, চলুন জেনে নেই।
গত কয়েকদিন ধরে চলা গুঞ্জন সত্যি করে আল হিলালে নাম লিখিয়েছেন নেইমার। বার্সেলোনার জার্সিতে নিজের সেরা ছন্দে ছিলেন এই তারকা ফুটবলার। তবে, পিএসজিতে গিয়ে বার্সেলোনার সেই ছন্দ ধরে রাখতে পারেনি নেইমার। এর পেছনে অবশ্য নেইমারের চোটই বড় কারণ। পিএসজিতে ছয় বছরের ক্যারিয়ারে বেশির ভাগ সময় চোটের কারণে মাঠে নামার সুযোগই পাননি নেইমার।
মূলত গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হওয়ায় ফরাসি ক্লাব পিএসজি এবার মৌসুম শুরুর আগেই বেশ সতর্ক। গতবারের চেয়ে এবারের দলটিতেও এসেছে ব্যাপক পরিবর্তন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী লিওনেল মেসির পর ডাগআউটে দেখা যাবে না নেইমারকে। এছাড়াও কোচ ক্রিস্টোফার গালতিয়েরকে সরিয়ে নতুন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে লুইস এররিকেকে। ২০১৩ সালে সান্তোস থেকে আট কোটি ৮০ লাখ ইউরোয় বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। এরপর স্প্যানিশ ক্লাবটিতে চার বছর কাটানোর পর ২০১৭ সালের ৩ আগস্ট বার্সেলোনা ছেড়ে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে পাড়ি জমান নেইমার।
এরপর থেকে ফরাসি ক্লাবটির হয়ে ১৭১টি ম্যাচে ১১৮টি গোল ও ৭৭টি অ্যাসিস্ট করেছেন এই সুপারস্টার। মাঝে নেইমারের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিল ক্লাবটি। তবে সেই চুক্তির আগেই ক্লাব ছাড়লেন নেইমার। পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে না পারলেও জিতেছেন মোট ১৩টি শিরোপা। পাঁচবার জিতেছেন লিগ আঁ। ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও উঠেছেন, তবে শিরোপা জিততে পারেননি।
মেসি-রোনালদোর পর এবার ইউরোপ ছাড়লেন নেইমার। সব মিলিয়ে এই তিন ফুটবলারের বিদায়ে ইউরোপ যুগের অবসান ঘটল। রোনালদো যখন ইউরোপ ছেড়েছেন তখন তার বয়স ৩৮, আর মেসি ইন্টার মায়ামিকে বেছে নিয়েছেন ৩৬ বছর বয়সে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, তাদের ক্যারিয়ার পূর্ণতা পেয়েছে আরও আগেই। দুজনের নামের পাশে আছে শত শত অর্জন। তবে, সেই হিসেবে এখনও অনেকটাই পিছিয়ে নেইমার।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply