ডেস্ক রিপোর্ট :
দেশের আটটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট)।
এ বছর বন্যার কারণে তিন বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। চট্রগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষা শুরু হবে আগামী ২৭ আগস্ট। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
আটটি বোর্ডের অধীনে আগামীকাল পরীক্ষায় ১০ লাখ ৭ হাজার ২৪১ জন পরীক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষা উপলক্ষে সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply