স্পোর্টস ডেস্ক :
অধিনায়কত্ব নিয়ে জটিলতায় এশিয়া কাপের দল নিয়ে বেশ বিপাকে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবাল নেতৃত্ব ছাড়ার পর কে হবেন পরবর্তী অধিনায়ক, সেটাই ছিল বড় প্রশ্ন। অবশেষে সব জটিলতা কেটেছে। দ্বিতীয়বারের মতো সাকিব আল হাসানকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি।
ওয়ানডে অধিনায়ক ঠিক হওয়ার পর জটিলতা কেটেছে এশিয়া কাপের দল নিয়েও। আগামীকাল শনিবার (১২ আগস্ট) এশিয়া কাপের দল ঘোষণা করবে বিসিবি। এক বিবৃতিতে সকাল সাড়ে ৯টায় দল ঘোষণার কথা জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।
এর আগে আজ শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
অধিনায়ক ঘোষণার সময় পাপন জানান, এশিয়া কাপের দল হতে পারে ১৭ জনের। এ ছাড়া মাহমুদউল্লাহ-আফিফকে অতিরিক্ত হিসেবে নেওয়ার আভাস দেন বিসিবি প্রধান। তিনি বলেন, ‘অ্যাডিশনাল প্লেয়ার হিসেবে ডেফিনিটলি আমি মনে করি আফিফ আছে, মাহমুদউল্লাহ আছে, শামীম পাটোয়ারি আছে। ১৭ জনের (বাইরে এরা)। আমার তো ১৭ (জনের স্কোয়াড) শেষ। আমার তো ১৭ হিসাব শেষ আগেই। তারপরও আপনাদের বলছি। আপনারা যে কারে বাদ দিতে চাচ্ছেন, আমি জানি না। আপনারা যে বলেন নামগুলো, কেন বলেন আমি বুঝি না।’
নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি আমি মেইন দলে না খেলাই, তাহলে এক সিদ্ধান্ত। আমি নিয়ে যাব, কিন্তু খেলাব না। কিছু প্লেয়ার আছে তাদেরকে নিলেই খেলাতে হবে। তাহলে বাদটা দেবে কাকে? আমি বলছি, সিদ্ধান্তটা এত সহজ না। এটা কঠিন, করার কিছু নেই। বিশ্বাস রাখেন, দলের ওপরে। আমি মনে করি, আমাদের যে দলই খেলুক, ভালো খেলবে।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply