ডেস্ক রিপোর্ট :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি কট্টর ইসলামপন্থী রাজনৈতিক দলের সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা এএফপি তাৎক্ষণিক জানায়, এ ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত ও প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এরপর তারা জানায়, নিহতের সংখ্যা বেড়ে এখন ৩৯। এদিকে, আজ রোববার রাত ৮টা ২০ পর্যন্ত পাওয়া তথ্যে সেদেশের পুলিশের বরাতে আল-জাজিরা বলছে, নিহত বেড়ে ৩৫-এ দাঁড়িয়েছে। আর আহত শতাধিক।
প্রদেশটির পুলিশ বিভাগের পরিদর্শক জেনারেল আখতার হায়াত বার্তা সংস্থা এএফপিকে ঘটনার পরপরই বলেন, ‘সমাবেশে ওই রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতার ভাষণ দেওয়ার কথা ছিল। তবে, তিনি সমাবেশস্থলে পৌঁছানোর আগেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।’
আখতার হায়াত আরও জানান, এ বছরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে জমিয়ত উলেমা-ই-ইসলাম নামের ওই রাজনৈতিক দলটির সম্মেলন হচ্ছিল আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ঘেঁষা খার নামের একটি শহরে।
জেলার প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার উল হক এএফপিকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, রাত ৮টা ২৬ শেষ তথ্যে এএফপি জানিয়েছে, এ ঘটনায় ১২৩ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর।
এ প্রসঙ্গে খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘হাসপাতালে ৩৯ জনের মৃত্যুর বিষয়ে আমি নিশ্চিত। এ ছাড়া আহত অবস্থায় সেখানে আরও ১২৩ জন রয়েছে যাদের মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর।’
এ ছাড়া প্রাদেশিক গভর্নর হাজি গুলাম আলি মৃতের সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply