শামীম আহমেদ :
জাতীয় সংসদে উত্থাপিত অত্যাবশ্যকীয় পরিসেবা বিল-২০২৩ প্রত্যাহার ও জাতীয় ন্যুনতম মজুরী ২০ হাজার টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন সহ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর ৯ দফা দাবী বাস্তবায়নের দাবীতে ২২ই জুলাই বরিশালে বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা সফল করার লক্ষে নগরীর বাস্ট স্টান্ডের যাত্রীবাহি বাস চালক, আলফা-মাহেন্দা চালক,টেম্পু চালক সহ বিভিন্ন বাস কাউন্টারের শ্রমিকদের মধ্যে সচেতনামূলক ও প্রতিনিধি সভা সফল করার লক্ষে লিফলেট বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ই, জুলাই) রাতে নগরীর নতুল্লাবাত বাস স্টান্ডের অভ্যন্তরীন যাত্রীবাহি বাস চালক সহ আলফা,টেম্পু শ্রমিকদের হাতে লিফলেট বিতরন ও পথ সভা করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বরিশাল জেলা ও মহানগর শাখার শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বরিশাল মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান।
এসময় আরো উপস্থিত ছিলেনপরিবহন শ্রমিক নেতা মোস্তফা কামাল,রিক্সা শ্রমিক ইউনিয়ন নেতা আলি হোসেন,বরিশাল হকার্স শ্রমিক নেতা মোঃ শহিদ মোল্লা,মাহেন্দা ও টেম্পু শ্রমিকদল নেতা সৈয়দ রেজাউল করিম লিটু,মোঃ আল আমিন,মোঃ রাজ্জাক ও পরিবহন শ্রমিক নেতা আলতাফ হোসেন।
এসময় বলেন, শ্রমিক নেতৃবৃন্দরা বলেন, শ্রমিকের ন্যায্য দাবী আদায়ের লক্ষে ২২ই জুলাই বরিশাল আইনজীবী সমিতি ভবনে প্রতিনিধি সভায় উপস্থিত হয়ে দাবী আদায়ের জন্য স্বোচ্ছার হওয়ার আহবান জানান।

Leave a Reply