ডেস্ক রিপোর্ট :
এক দফা দাবিতে আজ মঙ্গলবার (১৮ জুলাই) পদযাত্রা করেছে বিএনপি। এই পদযাত্রার মধ্যেই রাজনৈতিক দলটির পতন যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে থেকে শোভাযাত্রার আগে শান্তি ও উন্নয়ন সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এ সময় ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আমেরিকানরা কি দিয়েছে? বিএনপিকে দিয়েছে ঘোড়ার ডিম।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যতই মারামারি ও হুমকি দিক না কেন সংবিধান থেকে এক চুলও নড়বে না আওয়ামী লীগ সরকার। বিএনপির পদযাত্রা তাদের পরাজয়। এর মাধ্যমে বিএনপির পতন যাত্রা শুরু হয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা নির্বাচনের সময় ও এর আগে এবং পরের সময়ে শান্তি চায়। বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক চায় না। আওয়ামী লীগের এক দফা বাংলাদেশের সংবিধান। সংবিধানে যা লেখা আছে, তাই নির্বাচনে প্রয়োগ করব। নির্বাচন কমিশন সেভাবে নির্বাচন করবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক হবে না, সংসদের বিলুপ্তি হবে না, শেখ হাসিনার পদত্যাগ করবার প্রশ্নই ওঠে না। দুনিয়ায় অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন। বিএনপির কথায় শেখ হাসিনা পদত্যাগ করবে? বিষোদগার ও মিথ্যাচার যতই করুক কোনো লাভ হবে না।’
তত্বাবধায়ক কেউ চায় না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি শুধু তত্বাবধায়ক সরকার চায়। কারণ, তারা মনে করছে ২০০১ ও ২০০৬ সালের মতো তাদের দলীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসবে। ওই তত্বাবধায়ক সরকার দিয়ে তারা জিতে যাবে। বিএনপির ওই আশায় গুড়ে বালি। তারা যা চেয়েছে তা কোনো দিন হবে না।’
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক আমরা বাতিল করিনি। বাতিল করেছে উচ্চ আদালত। বিএনপি আইন আদালত মানে না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বুঝে গেছে আগামী নির্বাচনে তাদের জেতার সম্ভাবনা নেই। গতবারের মতো এবারও হারবে তারা। ওদের সব দল, জোট, আন্দোলন ভুয়া। এই ভুয়া আন্দোলনের পরাজয় অনিবার্য।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply