হাসপাতাল থেকে বাসায় ফিরলেন হিরো আলম

ডেস্ক রিপোর্ট :
হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বনানীতে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতাল থেকে বাসার উদ্দেশে শ্যে রওয়ানা হন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলম।

এদিন বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। এরপরই এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতি জোরদার করা হয়। এরপর ওই এলাকা থেকে দু’জনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

হামলার ঘটনার পর বিকেল পৌনে ৪টার দিকে হিরো আলমকে আহত অবস্থায় রাজধানীর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *