স্পোর্টস ডেস্ক :
ওয়ানডেতে না পারলেও আফগানদের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। যা ঘরের মাঠে বাংলাদেশের টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়। বিশ্বকাপের আগে এমন জয় দলের আত্নবিশ্বাস বাড়াবে বলে মনে করেন অধিনায়ক সাকিব আল হাসান।
আজ রোববার (১৬ জুলাই) ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব জানান, ‘আমার মনে হয় এটা দুর্দান্ত একটা ম্যাচ ছিল। যদিও আমরা দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ি। তবে লিটন-আফিফদের ভালো শুরুর কারণে খুব একটা সমস্যা হয়নি। আমরা খুশি ওয়ানডেতে না পারলেও টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিতে পেরেছি।’
এছাড়াও উইকেট প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমরা জানতাম তাদের স্পিনাররা আমাদের কঠিন পরীক্ষা নেবে, তাই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিই। আজকে তরুণরা আমার জন্য কাজটা সহজ করে দিয়েছে। এরপর আমি এসে বাকি কাজটা সেরেছি। এই সিরিজ জয় আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপে আত্মবিশ্বাস যোগাবে’।
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে বাংলাদেশ জিতেছে ৬ উইকেটের ব্যবধানে। টানা দুই জয়ে ২-০ ব্যবধানেই সিরিজ নিজেদের করে নিল সাকিব আল হাসানের দল। জয়ের পথেই বাংলাদেশের ক্রিকেট যোগ হলো আরেকটি পালক। আফগানদের হারিয়ে ঘরের মাঠে প্রথমবার হ্যাটট্রিক সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। এর আগে ২০২১ সালে আরেকবার জিতলেও সেটি ছিল হোম-অ্যাওয়ে মিলিয়ে। এবার ঘরের মাঠেই একে একে বধ করল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে। হোম-অ্যাওয়ে মিলিয়ে জিতল টানা চারটি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply